পুতুল পুতুল খেলার ছলে
বউ বর সাজানো রঙধনু
মিটে গেছে ঐ আকাশেই;
শুধু চঞ্চলমুখি সোনালির
দিনগুলো হাতছানি দুর্বলা
ঘাসে ঘাসে; সবুজ ব্যথার
গায়ে দৃশ্য বিরল কথন, হঠাৎ
চাঁদ যেনো হেসে উঠলো-
পুতুল পুতুল খেলার গন্ধ
ছুঁয়া মৌ মৌ বাতাসের সুখ।


০৭ ফাল্গুন ১৪২৯, ২০ ফেব্রুয়ারি’২৩