====================
ঐ তারার সাথে সব হারিয়ে
সরল দৃষ্টি গুলো আজ ছুটি নিয়ে-
ভীষণ রাতে হয় নতুন চাঁদের কথা;
কবিতা বুনা কালির সাথে থাকে
ভাবনালোকে- আশা যাওয়া-
গভীর রাতের সব ব্যথা।


ব্যথার লজ্জাপতি গেছে মরিয়ে
বিবেক কতোটুকু প্রশ্নবিদ্ধ ছড়িয়ে;
উত্তর জেনো মেঘে মেঘে করে আর্তনাদ-
যাক মিশিয়ে-যাক- সোনালী এ প্রভাত-
আসবে না আর ফিরে- কবিতা পাড়ায়
কিংবা ঝাঁঝাল জোছনা ভরা রাত-


তবুও জোনাকির পাশে তারারা না হয়
ঘুরাঘুরি একটু করুক যথা তথা।


০৫ জানুয়ারি,২০১৯
২২শে পৌষ,১৪২৫
-------------------