প্রণয়ের চোখ যদি দৃশ্যবহ না হয়
তাহলে মুখের ভাষায় বালুচর ভেবে কি লাভ?
জলের কথা ভুলে যাই; পারব কি
তার স্বাদ নিতে অন্ধ নয় সব কিছু ভাবনা সত্যছিল;
তবু সংসার অজুহাতে ভুলে যাই!
অথচ ধান শালিকের চোখে রোজ রোজ দৃশ্যবহ
ভেসে যায়, শ্রাবণের ঘন কালো মেঘ-
যেখানে যাই- মরণ তাই সোনালি দৃশ্যপট ধূলির
ছায়া ভাজা খই-মন অন্ধ নয়, অবিশ্বাসে
কি আসে যায়- সংগোপনে দৃশ্য বেঁচে থাকা দায়।


০৯ চৈত্র ১৪২৮, ২৩ মার্চ ২২