===========================
এক হিমালয়,পাহাড়ের দীর্ঘতম
দুংখ গ্লানি মুছে ফেলতে বলে !
কিন্তু রূপবর্ণ নীল সবুজারণ্য ঝর্ণাধারা থেকেই যায় -
শুধু এতটুকু উচ্ছ্বাস করার জন্য কিছু ক্ষণ
উল্লাস মুখর ছন্দময়ে কি বিবর্তণ?
অতঃপর অপরিবর্তণ থাকে অন্তরায়
নতুন সনের এক পাহাড় হিমালয়-
বিবেক হার মেনে রয় -অবেগের মায়ায় !
শুধু আাকাশের ঠিকানায় হৈ হুল লৈর নেম্পু উড়ায়-
বিবেক দ্বারে কই বা নতুন কিছু ?
একই প্রকৃতি রবি শশী নিশ্বাসে হলো ভোর।
০১-০১-২০১৮
=========