এখানে সোনালী ক্ষণ জুড়ে  
ধানের বিছন তোলা সকাল;
মনের নবান্ন উৎসব অম্লান করে!
গন্ধ যেনো চোখের জোছনা বহর-
সোনালী রৌদ্রোজ্জ্বল হাসি;
যতটুকু মনে পরে, আকাশ কাদে
মায়া ছিল না বাতাসের গায়-
চোখের কোণে মেঘ বৃষ্টি ঝড়
হাতের ছুঁয়াই ভরে উঠলো না
বিছন তোলা সকালের মাঠ ঘাট-
শুধু দৃশ্য বিরল ঐ আইলপাথার;
মেঠোপথে বিছন তোলা সকাল।


১৪ ফাল্গুন ১৪২৯, ২৭ ফেব্রুয়ারি২৩