কত সুন্দর পদ্ম ভাবতাম,
জলে ভাসতো, তাও দেখতাম!
কিন্তু পাট ক্ষেতের ছেংগা মন
ভাবিনি , উলু দিয়ে গেছি পথের
মোড়ে- মোড়ে-পদ্ম হেসে ফুটেনি-
অপছন্দের ঘ্রাণ বিগড়ে গেছে নাক;
তবু পদ্ম হেসে ফুটেনি, নদের জলে
শেওলার নীলে ধু ধু করে বালুচর;
এতো শ্রাবণ দোলা বৃষ্টি, ভুলে গেছি,
গুণছি শুধু সবুজ ঘাসের ফুরফুরি।


২১ ফাল্গুন ১৪২৯, ০৬ মার্চ ২৩