৭১ মানেই রক্ত ঝরা রাত
দীর্ঘ নয় মাস বীর বাঙালির যুদ্ধ;
৭১ মানেই ৭  মার্চের ভাষণ
২৫ মার্চের সার্চলাইটে ছাত্র, শিক্ষক
বুদ্ধিজীবি হত্যার কালো রাত,
আর ২৬ মার্চের স্বাধীনতার ডাক;
৭১ মারেই ৩০ লক্ষ শহীদ- ২ লক্ষ
মা বোনের সম্ভ্রম হারানোর আর্তনাদ;
৭১ মানেই রক্তে অর্জিত ১৬ ডিসেম্বর
লাল সবুজের বিজয় পতাকা।