কতখানি উন্নত হয়েছি, তারি একটা চিত্র
ভবিষ্যতে আর উন্নত হবো- এটাই মিত্র!
গলাবাজি মিথ্যা বাজি সবই এখন গোত্র-
এই না হলো স্বদেশ প্রেম বাঙালির পত্র;
এবার তোরা লও হাতে লাঠিসোঁটা রক্ত-
গলা ফাটাও উন্নত করো যত সব ভক্ত;
এই তো হচ্ছি কেবল দাদা কুকুরকুণ্ডলী
দেখো দেখো কিল ঘুষি কত বিড়াল বলি!
ঘন্টা বাজে উঠল সবে উন্নতির ছন্দ- ছন্দ
সবই আজ উৎসব আর আনন্দ-আনন্দ।


০৪ শ্রাবণ ১৪৩০, ১৯ জুলাই ২৩