======================
যত পারো নিয়ে যাও উষ্ণ জল- দিও না
শীতল কণ্ঠে নোনা ঝর্ণাধারা আইলপাথার
কিংবা ভেজা ঘাস; পেয়েছো তো ঠাকুর
দোলা মিষ্টি ঠোঁটের মুচকি হাসি সরবর;
স্বার্থের পূজা তুমি ভালই বুঝ গোলাপ-
অথচ বোকা কান্নার নৈঃশব্দ বুঝো না
শুধু মাটি জল সাঁতার ডুব- অতঃপর
কি স্বার্থে দিলে সবকিছু বিসর্জন?


২২ আশ্বিন ১৪২৬, ০৭ অক্টোবর ১৯
---------------------------------