সবাই এখন সংসার বুঝে
চাঁদ সূর্যের মতো; বাঁশ ছাড়া
বাঁশি হয় না- কয় জন জানে!
কি দারুণ সবাই বাঁশি বাজাতে চায়-
সুর থাকুক বা নাই থাকুক!
ফু দিলেই হলো; ওরে সংসার তো এ নয়?
অনেক কিছুই ভাবতে হয়-
ধরো ন্যায় অন্যায় আরকত কি
শুধু বর কনের হিসাব খাতাতেই হয়
মুখে অগোচরে শুধু বদমায়েশের বর্ণচোরা;
আর কি সহ-এ সংসার জগতময়।


২৭ চৈত্র ১৪২৯, ১০ এপ্রিল ২৩