==========================
তুলোট কম্পনে বৈশাখি বৃষ্টি হবে-
বৈশাখি ঝড় হবে- এমন কি হবে- জলকাঁদা প্রেমও-
তবুও বৈশাখি মেলায় রঙিন হয়ও;


পাল্লের কালি রাঙা সয়া হাত কিংবা দের হাত;
মেখে ছিল পাড়ার দুষ্ট ছেলের দল-
তাতেও বৈশাখ ঘেঁষাঘেঁষি কপাল ছোঁয়া পাত-
বিদ্যুৎ চমকানোর চঞ্চলতার অভয় সাজ;


ঐখানে যমুনা স্নান বোষ্ঠমী মেলায় আমছিলা চাকুকিনি-
আহা হৈই হুল্লোড় শুধু আমপাতা স্মৃতি মিছিল!
আবার আসে বৈশাখ শহরতলীর বটছায়ায়-
আসেক না আবার সেই গাঁয় বৈশাখ।
০৮-০৪-১৮
========