======================
তোর হাসিতে বাবা বোকার মায়া
চোখের পাতার উল্টো কার বুঝি কায়া;
নাকের ডগায় লজ্জার কেমন হাওয়া,
ঠোঁট কিংবা ভুরুর ভাজে কিসের ছায়া?


বড় হলে বাবা গালে টোল পারবে না, ছাতা
শান্ত ছেলে আফিকের কাছে আশার হালখাতা;
আকুক বলে আমি মেজভাই, বড় ভাই আলফি
পাতলা, দই ভাইয়ের মাঝে তুমি থাক আগলা।


আগলা পাগলা মেঠো পথে এনো না বিদ্বেষী বন্যা
তাহলে যমুনার সাথে ভেসে যাবে জীবন গতি কাঁন্না
সহজ সরল হোক না বাবা ক্ষীণ সময়ের বাঁচা-
টাকা ওয়ালা- পয়সা ওয়ালা ঢাকা থাকে বদনা
তাদের দলে থাকো না বাবা বোকা সোনা।


০১ মাঘ  ১৪২৬, ১৪ জানুয়ারি ২০
--------------------------------