(বন্ধু দিবসের কবিতা)


রঙবিরল সু-গন্ধ আর জলতরঙ্গের মতো
বহমান প্রণয় যেমনটা নদী করে উত্তাল
তেমনটা স্রোতে ভাঙ্গে কত না বালিমাটি -
ভালোবাসার স্বরূপ বন্ধু তুই ঘাসফড়িং!


বোঝে না নিঃশ্বাস বিশ্বাসে জনম ভর খাঁটি।
রিনিঝিনি রাতের স্বপ্ন ঘোরে হও কত
প্রণয়ের শাসনরাজ্যে জুড়ে রাজরাণীর মতো!
মধুর চেয়েও খাঁটি স্মৃতির বাউর ভিজা মিষ্টি !


লাল নীল ঘাসফুলে বসে যখন বুঝে নিস
প্রণয় উড়েছে ঘাসফড়িং ইচ্ছা করে ছোঁয়া নিতে -
উড়াল দিবে তখন সবুজমেঘের বাড়ি- তবুও
সান্ত্বনা ঘিরে রাখি তোকে ভালোবাসি বন্ধু ঘাসফড়িং।
০২-০৮-১৭
-------------