=====================
গো বন ফুল, সেদিনের নিরবতার
অর্থটা বুঝার ছিল বড় ভুল-
দাবা চালের মতো পুরটাই খেলা ছিল
চাপাবাজির গুল- বুঝনি ঝরে গেছে
গন্ধ ছড়া পাঁপড়ির চিরল শূল-
গো বন ফুল- ফুটলে না বাগানটি জুড়ে,
বনেই দিলে কানামাছির ছুল;


আজও শুধু ঘুম ঘুম রাত ছোঁয়া রাতে
স্বপ্নরা করে যায় গুনগুন-
আর শিশির ভেজা ভোরের গায়ে
ধরেছে যে আগুন- চেয়ে চেয়ে দেখি
পাখি ও প্রকৃতির মিতালী সুরের গান;


আবার ফিরে আসা নিঝুম সন্ধ্যামুখর স্নান
তবুও প্রশ্ন থাকে জ্বলছে কেন
আমার বুকে অ্যামাজন? ওরা
আকাশ মাটি- বাতাস বৃষ্টি নিঃচুপ -
বলো না- গো বন ফুল,ভেঙ্গে গেছে কুল।।


১০ ভাদ্র ১৪২৬, ২৫ আগস্ট ১৯
-----------------------------