=====================
যতই বলো দিবস রজনী পুম্পরাঙা ফুল
বাসবো না ভালো-হলুদা গায়ে বড়ইঝুল-
অপেক্ষা করো বর্ষপঞ্জি মাস আর মাস!
বলবো না শুধু ভালোবাসা বাঁশপাতা নাশ;


এখানে ওখানে লজ্জার বুক ফেঁটে গেছে
কণ্ঠ সর জেনো বনো ঝনঝন বাগের গর্জণ-
সমস্ত ভাল ফানুষের রূপলাবন্য লজ্জা
বুঝতে পায় না মনোচিত্র বাসরে ক্ষমারণ।


তবু মরাচোখে স্বপ্ন নদীর চরে জোয়ার-
বনোহাঁস সাঁতার, দুঃখ বেদনা শম্শান।
১৭-০২-১৮
========