প্রণয় রঙের বাতাসে
মন পাখি বসন্ত উড়ে-
শুধু আগুনের উষ্ণতাই
আঙ্গুল ছুঁয়ে ফাল্গুন ফুটে;
মনের যত কল্পনা কথার
দু’হাতে মহর রূপ ছড়াই
ও বসন্তের কোকিল শুধু
ডালে ডালে রঙ মাখায়;
মন হাসবে এমন কথা নয়-
তবুও ফাল্গুন গড়ে যাবে
চৈত্রের মাথা কিংবা গড়ায়
কোকিল বসন্তের গান শুনায়।


০১ ফাল্গুন ১৪২৯, ১৪ ফেব্রুয়ারি’২৩