=====================
সত্যই ভাবছি আর অবাক হয়ে যাচ্ছি
বৃদ্ধিটা ছিল তোমার কয়েরবিলের জল-
নয় তো বাহারি ফুলের ঘ্রাণ ছড়ানো খল!


আড়িপাতি দৃষ্টিটা চেয়ে থাকবে বলে-
কৃষ্ণচূড়ার পাপড়িটা দৃশ্যপটে মাথায় রাখনি-
সংগোপনে রেখেছো মনে কার ছবি?
অথচ দোষটা দিয়েছো ঠিকি-ভাঙ্গা ফুলদানি।


ক্লান্ত পূর্ণিমার চাঁদ- মরচে পরেছে সবুজ মাঠ
তবুও সোনালি চোখ তোমার অনুরাগী- খেয়া ঘাট!
অতঃপর বৃদ্ধ স্মৃতিরা আড্ডাবাজি কবিতার পাঠ।


০৪ বৈশাখ ১৪২৬, ‍১৭ এপ্রিল ১৯
-------------------------------