এক দিন চাঁদের দেশে দেখি
দলে দলে ফাল্গুনের হাওয়া-
মাটির হাতে ফুলেল ছোঁয়া
আইল পাথারে কান্নার রুল
যত পাখিরা শুনতে থাকে
কিন্তু বন্দি আগুনের ধোয়া
ইট পাথরের রাস্তায় জ্যাম
পুড়া ছাই গুলো সাদা মেঘ-
নাটাই সুতর মত ঘুরে বেড়ায়;
আর বৃষ্টির দিগন্ত খুঁজে পাই।


৫ ফাল্গুন ১৪৩০, ১৮ ফেব্রুয়ারি’২৪