দেহ জুড়ে ব্যর্থতার তারা
মিটমিট করে জ্বলছে- এতকিছু
জানা সত্ত্বেও চাঁদের এখনও
অহংকারময় পূর্ণিমা রাত-
ঝলসে যাই অজস্র বেদনায়;
তবু ঘুট ঘুটে অমাবস্যার মনে প্রত্যাশিত
ফুলের গন্ধ ছুঁয়ে যায় যুগান্তর।
তারপরেও মৃত্তিকার যত হট্টগোল
সোনালি মাঠে ফিরে তাকায় না-
ইঁদুর খেয়েছে পাকা ধানের ফসল,
চাঁদের অহংকারে কিছু যায়- আসে না;
অতঃপর বহুদূর হেঁটে যাচ্ছি ব্যর্থতার সুখে।


২৮ কার্তিক ১৪২৯, ১৩ নভেম্বর ’২২