রঙ বিরল কিছু কিছু মাটি বুঝেই না
আকাশ ভেঙ্গে মাথায় পরে;
কেনো পরে কিসের জন্য পরে বুঝেই না
শুধু দক্ষিণা মেঘ কালবৈশাখী ঝড়
তবুও চোখের জল করে থৈ থৈ
যে নো ঝর্ণা রাধা কে হার মানায়!
অথচ রঙ বিরল কিছু কিছু মাটি বুঝেই না
চারপাশ কেমন জানি কুয়াশায় আচ্ছন্ন
হাজার রঙের রঙিন মন আনন্দ!
হয় তো এরই মাঝেই বিধাতা বোধশক্তি দেয়নি
তবু গড় গড় করে গড়েই যাচ্ছে সংসার-
অতঃপর বুঝেই না আকাশ ভাঙ্গা কারবার।


০৩ অগ্রহায়ণ ১৪২৮, ১৮ নভেম্বর ২১