===================
সরিষা রঙের ইতি বলে জান্নাত
মায়া ভরা দেখেছি সারা রাত-
আমি বলি এই তো জাহান্নাম-
তোদের কষ্ট যদি দেখিতাম
এই জন্ম হতো স্বার্থ
ইতি'রা হতো গর্দভ;


এখন হলদে ধূসর ধরেছে বেলা-
রঙের কৃত্রিম খেলবে মেলা
স্মরণ করবি না জানি
তোর দাদা -মোর দাদা
তার দাদা -তার দাদার কথা
এই না হলো কিয়ামতের জ্বালা!


রুপ ভুষণ -ভবন কসাই
রাখলি কথায় আপন মনে
দেখলি ধুলাই- জন্ম মৃত্যু
ইতি'র বারাম খানায়-
সেখানে –এখানে আর
সুখ শান্তি বুঝে না ইতি'র সানাই।


২৫শে পৌষ,১৪২৫, ০৮জানু’১৯
-----------------------------