ছেলে পেলের মাঝে অনুভূতি খুঁজে পাই
প্রথম বাবা বলার ‍শিশু কালের স্বাদ;
কত গুরুত্ব যেনো থামেই না-
তেমনী ছিলেন বুঝি বাবা মা ! তাই না ?
জলের ডুব ভারি হয়ে যাচ্ছে বালুচর
আরও তীব্র স্রোত ভেঙ্গে যাচ্ছে
দেহের সমস্ত সীমানার হাড় মাংস
ওরা বুঝবে না- নির্বোধ কারণ
জ্ঞানের আলো পুড়ছে না মন;
বলো দেওয়াল কি করে বুঝবে মহত্ব?
মা বাবা বলার স্বাদ হারিয়ে যাচ্ছে
কোথায়- স্মার্ট হওয়ার যন্ত্রনায়।


০৮ মাঘ ১৪৩০, ২২ জানুয়ারি’২৪