তোদের কে কোথায় রাখি
বুকের তাজা রক্ত বুঝে উঠতে
পারে না, তোরা অবুঝ ফুলের ঘ্রাণ;
তারার হাসিটা খুব বুঝতে পায়
অথচ মাটির ছোঁয়া জানিস না-
প্রতিটি সময় দিন বদলের হাসি কান্না!
বুকের তাজা রক্ত বার বার রক্তপাত
তোদের দৃষ্টিপাত অন্ধ বালুচর-
শেষপ্রান্তে দেখিস ঘাসফড়িং চঞ্চল
ভোরের স্নিগ্ধময় হাসির গান।


২৮ জ্যৈষ্ঠ ১৪৩০, ১১ জুন ২৩