কবিতার নিখুঁত ভাবনা মাঝে
একটা মহৎ কিছু লুকে থাকে-
চেয়ে থাকা আসমানের মেঘ
কিংবা মাটির দোসর ধূলি মাখা পথ
কিংবা তাল গাছের মন বাসনার মতো
প্রতিহিংসা নীল মেঘে, আসন্ন ঘিরা
তবু কবিতার রসনা ভাবনা ধূসর নয়
নোনাটে কণ্ঠনালী মহাসমুদ্র সপন
কাটঠুকরার মতো ঠুকরে ঠুকরে
জেগে তুলে আছে বুকময় বালুচর।


০৭ বৈশাখ ১৪২৯, ২০এপ্রিল ২২