গোমড়ক টিনের চালে
অন্যায়ের ঢেউ গাদ নেই-
সাদা মেঘের পারে ষড়যন্ত্রের
গোলাপ চাষ হচ্ছে বেশ!
তাতে কোন পাপ নেই পাপ;


কতটুকু সুগন্ধ ভরপুর
বর্গা চাষিরা নাকি খুব বুঝচ্ছে?
কখনও দাঁত ভাঙ্গে- কখনও
পিঠে রক্তাক্ত নদ বয়ে চলে
এই হলো বর্ষা আষাঢ়ের হালচাল;

কিন্তু প্রতি ক্ষণ কবির মৃত্যু হচ্ছে!
সেদিকে ন্যায় অন্যায় ষড়যন্ত্রদের
কিছু যায় আসে না; কি করে থাকবে
টিনের ঢেউয়ে ছাদ এখন সমান।


০৩আষাঢ় ১৪২৯, ১৮ জুন’২২