এতো কিছু শিখলাম
আকাশ তরি, মাটি ঘুড়ি-
অথচ ভুলে যেতে শিখলাম না
এই সুখ তারায় রাত্রি!
একাকীত্বের নীড়ে বুঝেছি খুব
ভুলতে হয় ধৈর্য ও সাধনা
মধ্য বয়স কিংবা বুড়ো পর্যন্ত
ঐ বাবা মার জান্নাতি মাটি;
দেখো বুকের উপর সব শেখা-
শেখা না,নাটাই ছেঁড়া চাঁদ খাঁটি।


১৯ পৌষ ১৪৩০, ০৩ জানুয়ারি’২৪