চাঁদ ভরা মুখ ফাল্গুনের গাঁয়ে
অগুনতিক ভাবে দেখেছি- দেখেছি!
এখন আর দেখতে পাই না- কেমন জানি
মনে হয় লক্ষ কোটি বছর ধরে দেখি না;
আবার দেখতে চাই - মেঠো পথে হেঁটে হেঁটে-
সোনালি রৌদ্র শীতের বেশে! এক উষ্ণ ভরা
চঞ্চল তার লাজুক চোখে মুখে; জল শুকনো নদে
কথা ফুটেনি শাপলা ফুলে তবুও গোলাপের গন্ধ
চারপাশ ছিল শুধু অন্ধ অন্ধ- কেমন জানি মনে হয়
লক্ষ কোটি বছর ধরে দেখি না -ঝাঁঝাল পূর্ণিমা রাত
কেটে যায় ঘোর অমাবস্যা-  শুধু এক বার নিভৃত চোখে
দেখবো বলে- মৃত্যু পর্যন্ত অপেক্ষার প্রহর গুণছি-
এ নিশ্বাস যায় আর আসে- ইট পাথরের শহর থেকে
এই তো কয়টা দিন হলো মনে হয়- লক্ষ কোটি বছর ধরে
দেখি না- ঐ চাঁদ ভরা মুখ দেখি না- দেখি না।


০১ অগ্রহায়ণ ১৪২৮, ১৬ নভেম্বর ২১