আজ কার্তিকের মন বড় আহত!
ষড়যন্ত্রকারীর হাতে ধর্ষণ কিংবা খুন
আর উসকানির মুখে ফুলোচন্দন সুবাস ছড়া আনন্দ-
ভেবো না কার্তিক তুমিও একদিন আবার আগের মতো
বনোহাঁস সাঁতার কেঁটে বেড়াবে;
আজ যতোই বৃষ্টি ঝরুক- রক্তাত্ত করুক
তোমার হাসির জয় চির অটুট!
কার্তিক তুমি আমার গায়ে এসো-
যদিও নিরাপদ নেই- তবুও একমুঠো
শান্তি পাবে, মনের ইচ্ছায় ছুটে বেড়াবে-
এগাঁও ওগাঁও এমন কি সারা আকাশ জুড়ে!
মেঘের ভেলায় শুধু চাঁদনি রাতে কার্তিক।


০৭ কার্তিক ১৪২৮, ২৩অক্টোবর ২১