রাস্তা রাস্তা ও রাস্তা
চাপা দিলে চাপা লাগে
না দিলে ঝগড়া!
আমায় বন্ধু কষ্ট লাগে
বর্ষা দিনে কাঁদা-
ফাল্গুন রাতে আগুন
ঐ পাড়ার রাস্তা;


ধূলি বালি উড়ে যায়
মেঘের বাড়ি- মাটির
গন্ধে পিরিতি বন্ধু!
কেনো রাখো আড়ি;
ফুলের মতো হতে চাই
অযথা কেমনে মার যাতা
তবুও পাপে জড়াও কাঁথা।


২১আষাঢ় ১৪২৯, ০৫জুলাই’২২