============================
হৃদয়ে শূন্যতা নিয়ে,ঘুড়ি উড়ায় আকাশে-
বাতাসে স্মৃতির বর্ষা ডাক!শুনছে না নাটাই সুতোর বাক-
লম্বা সুতার বাদ,কতোটা হাতছানির রাত;
দেখে না বিবেগের দুটি চক্ষু আচরণ- তবুও নিত্য ক্ষণে
হয়ে যায় একটা নতুন ঘুড়ির সৃষ্টির স্বাদ!
ভাবনার প্রণয়ে শুধু শেওলাই আবরণ;আর কত সুতোহীন
ঘুড়ি উড়াই দুরন্তপনা চঞ্চলতার হাসেনপাতির
হাঁস- ক্লান্তির অবশেষে একেমন বাঁশ মাটির ছাউনি?


০২ আশ্বিন ১৪২৬, ১৭ সেপ্টেম্বর ১৯
-----------------------------------