হায়নার মতো সবাই যদি
হিংস্র হয়ে যাই এখনি!
ছেলে বলে তাতে কার কি?
সত্যই ভাববার বিষয়;
মায়াময় হরিণের মতো
সহজ সরল মন থাকাটাই বুঝি হয় পাপ-
যত খারাপ লোকের মুখে মুখে তাই শুনি তাপ;
পৃথিবীর কথা ভেবে আর কি হবে?
শূন্য হাওয়ায় বসবাস
অথচ ছেলে বলে তাতে কার কি?
সত্যই ভেবে দেখিনি! ছেলে সঠিক বলেছো!
সময় এখন কার কিছু যায় আসে না
যাই তাই বলো বাবা মরে যাওয়াটাই
সত্য এক পাপ তাপ;
হায়নার মতো বেঁচে থাকাটাই
অজস্র জঘন্য বাপ রে বাপ!
সত্যই তো ভাবিনি!
তবুও ছেলে বলে তাতে কার কি?


২০ অগ্রহায়ণ ১৪২৮, ০৫ ডিসেম্বর ২১