=======================
এ সবুজ সমারহে সচেতনার কিছু বৃক্ষ
বাঁশ ডলা খেয়েই যাচ্ছে শুধু সুশিক্ষত
ঠোঁটের বহর দেখি, আফসোস!
অথচ আমার বিবেক বসন্তের আগুন
ছুঁয়ে জ্ঞান হারায় আর ছিড়াকাঁথা
মোড়ানো ভাঙ্গা চোকিতে স্বপ্নেরা আলিঙ্গণ
করতে- করতে মিরাক্কেল হয়ে যাই;


এ কেমন অক্কেল দাঁতের ব্যথা শুধু
সচেতনার বাবুরা বুঝে না- তবুও শিশুর মতো
হেঁটেই চলছে- শিশির ভেজা বিন্দু বিন্দু
চেতনার পিষ্ট দিকে কিন্তু অষ্ট পদি মেঘের
ক্ষীণ সময় অহাকার হয়ে উচ্ছ্বলে উঠে-
অতঃপর অচেতনার ইঁদুর মনে
চেতনার নিঃশ্বাসে কোন বিশ্বাস নাই।


১৫ শ্রাবণ ১৪২৬, ৩০ জুলাই ১৯
------------------------------