===================
চন্দ পোড়া অনল কিংবা কবর-
আমাকে চিনবে না- না- চিনারও নাকি
এতটুকু প্রয়োজন পরবে না- না;
আগুন বাতাস, জল মাটি- আসমা
এদেহের শিরায় উপশিরায় প্রবাহমান!
তাহলে চিনবে কি উপমায়-
অনল কিংবা করব- বলো না- না ।


গন্ধময় ভাল কাজের নিশ্বাস
কথায় আমার গন্ধময় বাতাস- দৃশ্যবিরল
কথার ফুলঝুরির মতো- চিনাজানার
হিসাব টুকু রুহু জুড়ে একাকার তবুও
সৎ কর্মময় রূপকথার রূপমালা নয়-
অতঃপর ঠিকি চিনে নিবে বলে
অনল কবর শুধু চিনবে না আমাকে ।


০৮ শ্রাবণ ১৪২৬, ২৩ জুলাই ১৯
------------------------------