রাত নিঝুম আকাশের গায়ে নাকি চাঁদ
দেখা যায় না;যত অদ্ভুত কর্মকাণ্ড মাটির
স্পর্শে! অথচ ভোরের স্নিগ্ধতায় বিবেক
শূন্য উঠনে সাত পাতার গাছে গোলাপ
ফুটে না- যাহার কোন অর্থবহ হয় না
বুঝেও না- সূর্যের কিরণ মনে; তারপরও
চঞ্চল ঘোড়ার গাড়ি রাস্তাও চিনেও চিনে না
উত্তর দক্ষিণ শুধু রাজনৈতিক যত সব
ঠোঁট বাঁকানো কথার উত্তাপে দেহ অনল
প্রেমপ্রীতি জ্বলেও জ্বলে না- উজ্জ্বল চাঁদ-
দক্ষিণা জানালাতেও উকি মারে না আর
নিস্তব্ধ আঁধারমুখি যত সব মাটির স্তূপ।


১৬ ভাদ্র ১৪২৯, ৩১ আগস্ট ’২২