সামনে আঁধারের কথা শুনলে
মেনে নেয়া কষ্ট সাধ্য হয়-
তবু কখন যে আঁধার আসে
কেউ কি বলতেও পারে না;
সবাই কেমন করে অপেক্ষায় থাকে!
এক নদীর নোনা জল খুব বুঝি
অথচ এতটাই সত্য ঘটনা ঘটে
কিছুক্ষণ আরাধনায় বসি
তারপর দূরের চাঁদ কাছে নিয়ে আসি
আলপনা জল্পনা এই শেষ-
প্রভাতফেরি শিশির সিক্ত আর দেখি না
এভাবেই আঁধারে চিরবন্দী


১২শ্রাবণ ১৪২৯, ২৭জুলাই’২২