সবার মাথায় এখন রাজটিকা হোক-  
হাতে থাকুক মঙ্গল গ্রহের যাবার পতাকা;
মনের অঙ্গনে পত পত করে উড়ুক!
ভয় কিসের? জীবন মানেই
সভা সংগ্রাম, শ্লোগান, সমুখ যুদ্ধে  
রক্তাক্ত হওয়া- এভাবে চলার নাম
ক্ষয়ে যাওয়া রাজটিকা নয়;
সর্ব শক্তির উদ্দামে দাঁড়ায় এখন
এসো মাথায় রাখি এক মানবতার
জয়ের সমস্ত অঙ্কনের চিত্রলিপি!


২৩ কার্তিক ১৪২৮, ০৮ নভেম্বর ২১