=========================
এভাববে মানুষ রঙে ফানুস রতন কই সই
হিংসা বঙ্গে সাদা পায়রা ছুঁই ছুঁই-
পায়রা শুধু হাতের বালায় করে উড়াউড়ি;
মনের মানুষ- ফানুস হলে কষ্ট রাঙারাঙি।


অঙ্গভঙ্গ দেহ রঙ খাইবে মাটি-
থাকতে আপন- হিংসা দাও ছুটি
পায়রা বেশে রঙিন মেঘ সোনালী মাঠ
দেখে যাও প্রণয় ফুটে- মন তরীর ঘাট;


তবুও তারা মানুষ রতন ভজল না যত্ন
খোদার দর্শণ- নিদ্রাদর্পন ফানুস করে রোদন
কথায় মিলে মানুষ রঙে ফানুস রতন-
সবই দেখি মুখের ভাজে চিরলপাতায় চিত্তরঞ্জন।
০৯০৬-১৮
----------