একই সূত্র ধরে জল, বুঝতে হয় না খল
এক দিকে ন্যায়- অন্য দিকে অন্যায়!
আকাশ মাটির তারি ভাব ধারায় ছল ছল
এক দিকে সুখ অন্য দিকে দুঃখের অসুখ
কেউ বলে নামে পরিচয় নয় ফলে পরিচয়


তবু পচে গেলে নষ্ট হয়ে যাচ্ছে সব পথ ভ্রষ্ট
এই হলো মুখ তুষ্ট তেঁতুল গাছে ধরে না জাম
আর কতই দেখি অঝোর চোখ জুড়ে কু-কাম;
ঈশ্বরের গলাকাটা আওয়াজ নেই, পরকীয়ার নাম
নাচে গানের সুর তুলে শুনা যায় ঢোল বাজার ড্রাম।


২৯ জ্যৈষ্ঠ ১৪২৯, ১২জুন’২২