কবির পথে হাঁটছি
কবিতা কষ্ট দেয়;
সুখ কে ভয় পাই
কারণ ঝর্ণা ধারা
খুব কাছে- জাফলং;
দেখি অকারণেই-
তবু শত বাঁধার মাঝে
দুচোখে ছাই ভাবি না
অথচ কবিতা নিঠুর
যত সব চোরা গলিতে-
সাদা বক হাসে না
সাদা মেঘের ছায়ায়।


০১ মাঘ ১৪২৯, ১৫ জানুয়ারি’২৩