নিরবচ্ছিন্ন জঙ্গলের বানর দেখলে
মানুষের কথা মনে হয়;অগোছালো
নদীর জলে ভাসতে দেখলে বিবেক
বোধের কথা মনে হয়। অথচ বানর
গুলো ঘর সংসার বুঝে না এ গাছ ও
গাছ লাফালাফি করায় তাদের কাম;
বানরের হাতে বই দেখলে মনে হয়
ঈশ্বর বলে কেউ নাই- সবকিছু বানর
মূল্য বোধ কোথায় গিয়ে দাঁড়াল? ঠিক
উলঙ্গ গাছের ডালে ডালে যত বানর।


০৯ মাঘ ১৪২৯, ২৩ জানুয়ারি’২৩