এই শহরের সূর্য তুমি
মরা ডাঙায় জোছনা খুঁজি!
এই মধ্যদুপুরে একাকি-
এই মধ্যদুপুরে একাকি।
শহর জুড়ে বাতাস কাপে
সোনালি ভেলায় চোখ কাঁদে
আকাশ জুড়ে তারার মেলা
আর কত দূরত্বে হবে পত্রমিতালী
তুমি সূর্য থেকে কাছে এসো
সূর্যের তাপে করে যাও রঙ তুলি;
সেই বর্ণীল রঙে এঁকে দিবো-
এই শহরের যত সব ছবি।


১৬ চৈত্র ১৪২৯, ৩০ মার্চ ২৩