তুমি দেখো চোখের জল ঝরাতে
কোন মেঘের বজ্রপাত লাগে না
এমন কি জোয়ার ভাটার ক্ষণ;
বুকের মধ্যে এতটুকু মমতার
পাহাড় থাকলেই হলো মন!
সংসার ধর্মে বাঁধ দিতে পারো
জলোচ্ছ্বাস যাতে না হয়! তবু
দেখো হাতের ছুঁয়াই যত জল-
এটা কোন নিয়তির ফল নয়
চোখে দম থাকলে যত জল বয়।


০২ জ্যৈষ্ঠ ১৪২৯, ১৬ মে ২৩