হায় রে ভাই- আজ কাল কথার
কোন রূপ খুঁজে পাওয়া যাচ্ছে না;
সত্য থেকে মিথ্যাই নাকি বেশী-
আতরের গন্ধকেও হার মানাচ্ছে-
ছিঃ ছিঃ- রাত দুপুর কিংবা ভোরের
গায়ে কি এমন ফাঁকির আওয়াজ?


কথায় বলে ‘‘চোরের মায়ের ডাঙ্গশ
কথা’’- সত্য তো শেওলা গায়ে পা
পিছলাইবে-জল কাদামাটির দষাবে
অথচ ভাবলোই না রূপলাবণ্যের কথা
আমার আমিত্ব শুধু ক্ষমতায় রূপবান
হাজারও রঙবিরল সত্য মিথ্যা যত কথা।


০৬ ভাদ্র ১৪২৯, ২১ আগস্ট ’২২