মনটা কেমন জানি বৃষ্টি ঝরা মেঘ
একটু আবেগেই ঝরে পরে বৃষ্টি!
কণ্ঠ যেনো শূন্য আকাশ- মাঠ ভারি
শুধু কাদা চূর্ণ উঠন কিংবা বালুচর
তবুও ভেসে যায় সাদা মেঘের দল
অথচ শিউলি ঝরা পাপড়ি রক্তাক্ত;
শতাব্দী থেকে শতাব্দী ধরে আহত
অংকের সমাধান জ্যামিতির চতুর্ভুজ মন।


২৮ কার্তিক ১৪২৮, ১৩ নভেম্বর ২১