মাছের রুপ জলের মাঝে-
তাও দেখিলাম;পশুর রুপ বনজঙ্গলে-
তাও দেখিলাম! কত না মানব জনম রুপ
তাও দেখিলাম;


তোর রুপ দেখিতে দেখিতে
কেনো মরণ হলো
তবুও দেখিতে পারলাম না
টাকা রে তোর রুপ।


ফকির বাদশার উড়া হস্তে দেখিলাম
তোর রুপের মাধুয্য সালাম
ভাবু চোখের লর্জ্জায় মরিতে মরিতে
জ্ঞানিগুণী দেখিয়েছেন বলিয়েছেন
তুই নাকি দ্বিতীয় ঈশ্বর
তাই বুঝি দেখিতে পেলাম না
ও টাকা তোর কামপ্রিয়াসী রুপ।
০১-০৮-১৭