আতঙ্কের চারপাশে নাকি নতুন দেয়ালের খেলা!
শব্দ আওয়াজে আজ কাল কান ভারি হচ্ছে;
তবু মায়ার ছিন্ন আদর গোলাপির রঙের
হাত ছানি- দূর দুরন্ত মমতা মাটির হাড়ি নাই-
দেয়াল মুখ জুড়ে মাঙ্ক অথচ দেহের
কোনঠাসা জায়গায়, আতঙ্কের বালাই নাই;
চোখের লালে- মাথার ব্যথা আর কত ব্যথা
নতুন ভ্যারিয়েন্ট নাকি যাকে বলে নিউকোভ!
দেখো বেলজ্জার ছাগল দাড়িতে লজ্জার হাসি;
অতঃপর এতটুকু আতঙ্ক নেই নতুন দেয়াল।


১৬ মাঘ ১৪২৮, ৩০ জানুয়ারি ২২