যা দেখলাম, শুনলাম
চোখ কে, মন কে দোষ দিয়ে
লাভ হবে না; সবই জীবন
হারানো খেলা, খেলার মাঠে
সাদা মেঘের ঘুড়ি উড়ানো বেলা;
শেষ ঠিকানা মাটির ঘাস-
জোছনা, জোনাকির নাচ!
দুচোখ মন কি আর বুঝে-
ঘৃণার পাত্র বটে- থু থু ফালাব
কোথায়,কি দেখলাম শুনলাম-
দোষ শুধু চোখের, কানের!
দেহ তো নয় প্রেম যমুনা ঘাটের।


০৪ অগ্রহায়ণ ১৪৩০, ১৯ নভেম্বর ২৩