আকাশের গায়ে মেঘ বৃষ্টি নাই
কাদতে ভুলে গাছে- তাই চোখ
আর কাদে না! দেহ জুড়ে যত
কান্নার স্লোগান; প্রভুর প্রেমে
শোকাহত- হইতো এভাবেই
চলছে- মেঘ বৃষ্টি নাই- বৃষ্টি নাই
শুধু শুধু প্রেম সাগরে বালুচর
এই দেহের চারপাশ পুড়া তাপদহ
কৃত্রিম বাতাসও বন্ধ মহাবিপদ
প্রভু তুমি ছাড়া বাঁচ্চার সাধ্য নাই
রক্ষা করো, থামাও এই দেহের কান্না!
বাতাস দাও মেঘ বৃষ্টি শান্তির কয়লা।


২৪ জ্যৈষ্ঠ ১৪৩০, ০৭ জুন ২৩