সত্যই রাতের গায়ে এক ভয়!
নরম বিছানায় ঘুমতে হয়;
বিস্মৃতি স্মৃতিচারণ চাঁদের সাথে কথা কয়!  
দীর্ঘশ্বাসে একটা আতঙ্ক;  
সব ভাবনাকে অম্লান করে যায়,
অথচ রাতকে উপভোক করি অনেক কিছু
লাল পানি- উষ্ণ শীতল বুক-
তবুও ভয়ে জাগ্রত হয় না আপন সত্তা;
কেনো করবে চোখে যে রঙিন নেশা
উম্মাদ পাগল নয় বরং আঁধারের কাছে
বিলিন হওয়া ভয়ের কিছু না,
মৃত্যুর আলিঙ্গন করাই হলো দেহের রাত।  


১২ পৌষ ১৪২৮, ২৭ ডিসেম্বর ২১