রক্ত দেখতে আনন্দবোধ করি
কত ধরনের অস্ত্র ব্যবহার
হাসতে হাসতে রক্ত ঝরাই-
উপায় নাই; তবু বিবেক
নদীর স্রোত বয়- পশুত্বের
দেখি জয়- আহা মানবতা
ব্যবসার পুঁজি হাত ,পা, নখে
রক্ত লাভ নয় তো- ক্ষতি
প্রভুর চোখ সাময়িক অন্ধ-
দেখে না এখন বান্দার রক্ত।


৩১ আশ্বিন ১৪৩০, ১৬ অক্টোবর ২৩